অন্তর্জাতিক ডেস্ক:
বিক্ষোভকারীদের তোপের মুখে অবশেষে জ্বালানি তেলের ওপর কর কমাচ্ছে ফ্রান্স প্রশাসন। দেশটির পক্ষ থেকে মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য জানানো হয়।
জ্বালানি তেলের ওপর কর বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
গত শনিবার মুখোশপরিহিত বিক্ষোভকারীরা প্যারিসের রাজপথে বেশ কয়েকটি যানবাহন ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় তুমুল সহিংসতার পর রবিবার সরকারের মুখপাত্র গ্রিভাউক্স ইউরোপ-১ রেডিওকে বলেন, আমরা এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি যাতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, এমনটা চলতে পারে না যে প্রতি সপ্তাহান্তেই একটি করে বৈঠক করা হবে বা সহিংসতার জন্য প্রার্থনাসভার আয়োজন করতে হবে। তথ্যসূত্র: রয়টার্স।