বিনোদন ডেস্কঃ
গতবছর গাটছড়া বাঁধলেন বলিউডের দুই হেভি ওয়েট জুটি- রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস! বলিটাউন এখন তাকিয়ে রয়েছে অর্জুন কাপুর আর মালাইকা অরোরার বিয়ের জন্য! এপ্রিল মাসেই ‘ছাইয়া ছাইয়া’ কনে সাত পাকে বাঁধা পড়বেন! কিন্তু এরমধ্যেই ইন্ডাস্ট্রির অলিতে গলিতে কান পাতলেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ের পিড়িতে বসতে চলেছেন আরেক বলিউড নায়িকাও!
নায়িকার এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘শ্রদ্ধা আর রোহন বহুদিন একে অপরকে চেনে। কিন্তু গত একবছর তারা ডেট করছে। শ্রদ্ধার বয়স এখন ৩৩ বছর। এটাই ঠিক সময় বিয়ে করার। ওর পরিবারও চায় ও বিয়ে করুর! যদি সবকিছু ঠিক থাকে, তবে আগামী বছরই ওরা বিয়ে করছে।’
এক সময়ে বলিউডে ঝড় উঠেছিল; চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর আর ফারহান আখতার। এমনটাও শোনা গিয়েছিল, তারা নাকি লিভ ইন করছিলেন এবং তাতে চটে গিয়ে ফারহানের বাড়ি থেকে শ্রদ্ধাকে নিয়ে এসেছিলেন বাবা শক্তি কাপুর। যদিও পরে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেছিলেন শক্তি।
প্রেমের পাশাপাশি, এই মুহূর্তে শ্রদ্ধা ব্যস্ত বরুণ ধাওয়ানের সঙ্গে ‘স্ট্রিট ডান্সার থ্রি’র শুটিংয়ে। ঝুলিতে রয়েছে ‘সাহু’, বিপরীতে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস।