খেলাধূলা ডেস্কঃ
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা থেকে সরে আসতে পারেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে এর আগে ঘোষণা দিয়েছিলেন ক্যারিবিয় ওপেনার। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন গেইল।
নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে গত রাতে ৯৭ বলে ১৬২ রানের দানবীয় ইনিংস খেলেন গেইল। ৪১৮ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে গেইলের বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও ২৯ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে গেইল আউট হওয়ার আগ পর্যন্ত বেশ ভালভাবেই ম্যাচে টিকে ছিল স্বাগতিকরা। শুধু এ ম্যাচেই নয়, পুরো সিরিজেই রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। মূলত এমন অবস্থা থেকেই অবসর ভাবনা থেকে সরে আসার কথা ভাবছেন তিনি।
ম্যাচ শেষে ৩৯ বছর বয়সী গেইল বলেন, ‘আমার এ পর্যন্ত অংশ নেয়া খেলাগুলোর মধ্যে এটিই ছিল বেশি উপভোগ্য। ক্রিকেটে এটি ছিল দারুণ একটি ম্যাচ। আমি অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসছি। সুতরাং ৫০ ওভার ফর্মেটে ফেরাটা সবসময়ই কঠিন। তবে একইসঙ্গে শরীরও ৫০ ওভারে মানিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘আমি শরীর নিয়ে কেবলমাত্র কাজ শুরু করেছি এবং হতে পারে ক্রিস গেইলকে আমি আরো বেশি দিন দেখতে পারেন। বিষয়গুলো দ্রুততার সঙ্গে পরিবর্তন হয়। আগামী দুই মাসে শরীরে আরো পরিবর্তন আসতে পারে, দেখা যাক কি হয়। আমার বয়স চল্লিশের কাছাকাছি। তবে আমি অবসর না নিতে পারি কিনা? আমরা দেখব। আমরা বিষয়টি ধীরে ধীরে দেখব।’
ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৬২ রানের ইনিংস খেলে ওয়ানডে ক্রিকেটে দশ হাজার মাইলফলক স্পর্শ করেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেন তিনি।
গেইল বলেন, ‘দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করা একটা বিশেষ অনুভুতি। টি-২০ ক্রিকেটেও আমি এটা করেছি। যে কোন দৃস্টিকোন থেকেই এমন অর্জন অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটা করতে পারাটা আরো অনেক বেশি আনন্দের।