বিনোদন ডেস্ক:
গত ১৮ জুলাই মা হয়েছেন। ছোট্ট ছেলে অরিককে নিয়ে আপাতত বেশ মজায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার মডেল তথা অর্জুন রামপালের বান্ধবী গ্যাবরিয়েলা ডিমিট্রিয়াডিস। অরিকের জন্মের পর থেকে অর্জুন যেভাবে সব সময় তার পাশে থাকছেন, যত্ন নিচ্ছেন অরিকের, তার জন্য তিনি খুশি বলেও গ্যাবরিয়েলা।
গ্যাবরিয়েলা জানান, ছেলে অরিকের সঙ্গে যেমন অর্জুনের সম্পর্ক ভাল। তেমনি অভিনেতার দুই মেয়ে মাহিকা এবং মায়রার সঙ্গেও তার ছেলের সম্পর্ক অত্যন্ত ভাল। মাহিকা এবং মায়রা অরিককে খুব ভালবাসে।
পাশাপাশি মাহিকা এবং মায়রার সঙ্গে অর্জুন একেবারে বন্ধুর মতো ব্যবহার করেন। মাহিকা এবং মায়রার সঙ্গে অর্জুনের যেমন সম্পর্ক, অরিক বড় হলে ভবিষ্যতে তার সঙ্গেও বলিউড অভিনেতা একেবারে বন্ধুর মতো মিশবেন বলেও আশা প্রকাশ করেন গ্যাবিরয়েলা।
স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় ২১ বছরের সম্পর্ক ভেঙে ফেলেন অর্জুন রামপাল। হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে সম্পর্কের জেরেই মেহরের সঙ্গে বিচ্ছেদ হয় অর্জুনের।
প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, দক্ষিণ আফ্রিকার মডেল, ডিজাইনার গ্যাবরিয়েলার সঙ্গে ডেট করছেন অর্জুন রামপাল।