ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব সেরা চলচ্চিত্র বাংলাদেশের হালদা

বিনোদন ডেস্কঃ

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’। একই সঙ্গে সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহসংগীতের পুরস্কারও বাগিয়েছে ছবিটি। অথচ এমন একটা আয়োজনে যাবেন কি না সেটা নিয়েই সংশয়ে ছিলেন নির্মাতা। যদিও শেষ পর্যন্ত আয়োজকদের অনুরোধে অংশ নিয়ে বাজিমাত করেছেন।

শ্রীলঙ্কার কলম্বোয় ২২ থেকে ২৭ মে অনুষ্ঠিত হয় এবারের উৎসব। সার্কভুক্ত দেশগুলোর মোট ২৬টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছিল আসর। বাংলাদেশ থেকে ‘হালদা’ ছাড়াও অংশ নিয়েছিল আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। পুরস্কারের চারটি ট্রফি হাতে নিয়ে ফেসবুকে খবরটি শেয়ার করেছেন উচ্ছ্বসিত নির্মাতা। তৌকীর বলেন, “দেশের বাইরে পুরস্কার অর্জন সব সময় আনন্দের। কারণ তাতে বারবার বাংলাদেশ নামটি উচ্চারিত হয়। এটা আমার একার অর্জন নয়, গোটা ‘হালদা’ টিমের পরিশ্রমের ফসল। যেকোনো উৎসবে সেরা ছবিগুলোই অংশ নেয়। এবারও সার্কভুক্ত দেশগুলোর সেরা সব ছবি উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তার মধ্য থেকে এতগুলো পুরস্কার জেতা অনেক গৌরবের।” উল্লেখ্য, একই উৎসবে গত আসরে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান থেকে ‘জনন’, ‘পার্চি’; ভারত থেকে ‘বিসর্জন’, ‘পুর্ণা’; ভুটান থেকে ‘সের্গা মাথাং’ মালদ্বীপ থেকে ‘স্টেটাস’সহ বেশ কয়েকটি ছবি অংশ নেয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সাবেক মন্ত্রীর কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসব সেরা চলচ্চিত্র বাংলাদেশের হালদা

আপডেট সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
বিনোদন ডেস্কঃ

অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’। একই সঙ্গে সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহসংগীতের পুরস্কারও বাগিয়েছে ছবিটি। অথচ এমন একটা আয়োজনে যাবেন কি না সেটা নিয়েই সংশয়ে ছিলেন নির্মাতা। যদিও শেষ পর্যন্ত আয়োজকদের অনুরোধে অংশ নিয়ে বাজিমাত করেছেন।

শ্রীলঙ্কার কলম্বোয় ২২ থেকে ২৭ মে অনুষ্ঠিত হয় এবারের উৎসব। সার্কভুক্ত দেশগুলোর মোট ২৬টি চলচ্চিত্র নিয়ে শুরু হয়েছিল আসর। বাংলাদেশ থেকে ‘হালদা’ ছাড়াও অংশ নিয়েছিল আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তার বন্ধুরা’। পুরস্কারের চারটি ট্রফি হাতে নিয়ে ফেসবুকে খবরটি শেয়ার করেছেন উচ্ছ্বসিত নির্মাতা। তৌকীর বলেন, “দেশের বাইরে পুরস্কার অর্জন সব সময় আনন্দের। কারণ তাতে বারবার বাংলাদেশ নামটি উচ্চারিত হয়। এটা আমার একার অর্জন নয়, গোটা ‘হালদা’ টিমের পরিশ্রমের ফসল। যেকোনো উৎসবে সেরা ছবিগুলোই অংশ নেয়। এবারও সার্কভুক্ত দেশগুলোর সেরা সব ছবি উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তার মধ্য থেকে এতগুলো পুরস্কার জেতা অনেক গৌরবের।” উল্লেখ্য, একই উৎসবে গত আসরে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান থেকে ‘জনন’, ‘পার্চি’; ভারত থেকে ‘বিসর্জন’, ‘পুর্ণা’; ভুটান থেকে ‘সের্গা মাথাং’ মালদ্বীপ থেকে ‘স্টেটাস’সহ বেশ কয়েকটি ছবি অংশ নেয়।