ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় মিললো তিন চোখ বিশিষ্ট অজগর সাপ

অন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর অস্ট্রেলিয়ায় একটি মহাসড়কের ওপর তিনটি চোখ বিশিষ্ট একটি সাপ পাওয়া গেছে। ডারউইন শহরের ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে হাম্পটি ডু শহরের কাছে ১৫ ইঞ্চি লম্বা এ সাপটি দেখতে পান স্থানীয় বন্যপ্রাণী কর্মকর্তারা। পরে তারা সাপটির ছবি অনলাইনে শেয়ার করেন।

নর্দার্ন টেরিটরি পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এই ‘আবিষ্কার’কে অনলাইনে অদ্ভুত বলে বর্ণনা করে।

মার্চ মাসে সাপটি পাওয়া যাবার পর হলিউডের সিনেমার জনপ্রিয় চরিত্রের নামে এর নাম দেয়া হয়েছিল ‘মন্টি পাইথন’। কয়েক সপ্তাহ পরই এটি মারা যায়।

বন্যপ্রাণী বিভাগ বলছে, সাপটির মাথার এক্স-রে করে দেখা গেছে যে সাপটির মাথার খুলি একটিই। এমন নয় যে ঘটনাক্রমে দুটি মাথা এক হয়ে গেছে। তার মাথার খুলিতে তিনটি চোখের সকেট বা গর্ত ছিল। তিনটি চোখই কাজ করছিল।

অস্ট্রেলিয়ায় মিললো তিন চোখ বিশিষ্ট অজগর সাপ

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাপ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রায়ান ফ্রাই বলেন, মিউটেশন বা কোষকলার বৃদ্ধি বিবর্তনের একটা স্বাভাবিক অংশ। প্রতিটি শিশুর দেহেই কোন না কোন রকমের মিউটেশন হয়, এই সাপটির ক্ষেত্রে তা অস্বাভাবিক আকার নিয়েছে মাত্র।

অধ্যাপক ফ্রাই বলেন, ‘আমি এর আগে তিন চোখওয়ালা সাপ দেখিনি। তবে আমাদের ল্যাবরেটরিতে দুই মাথাওয়ালা একটি কোবরা পাইথন সাপ আছে। মানুষের মধ্যে যেমন জোড়া-লাগা শিশুর জন্ম হয় তেমনি সাপের মধ্যেও ভিন্ন ধরণের মিউটেশন হতে পারে।’

অধ্যাপক ফ্রাই বলেন, সাপটির তৃতীয় চোখটি হয়তো একটি যমজ সাপের অবশিষ্টাংশ যা এর দেহের সাথে মিশে গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

অস্ট্রেলিয়ায় মিললো তিন চোখ বিশিষ্ট অজগর সাপ

আপডেট সময় ১১:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
অন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর অস্ট্রেলিয়ায় একটি মহাসড়কের ওপর তিনটি চোখ বিশিষ্ট একটি সাপ পাওয়া গেছে। ডারউইন শহরের ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে হাম্পটি ডু শহরের কাছে ১৫ ইঞ্চি লম্বা এ সাপটি দেখতে পান স্থানীয় বন্যপ্রাণী কর্মকর্তারা। পরে তারা সাপটির ছবি অনলাইনে শেয়ার করেন।

নর্দার্ন টেরিটরি পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এই ‘আবিষ্কার’কে অনলাইনে অদ্ভুত বলে বর্ণনা করে।

মার্চ মাসে সাপটি পাওয়া যাবার পর হলিউডের সিনেমার জনপ্রিয় চরিত্রের নামে এর নাম দেয়া হয়েছিল ‘মন্টি পাইথন’। কয়েক সপ্তাহ পরই এটি মারা যায়।

বন্যপ্রাণী বিভাগ বলছে, সাপটির মাথার এক্স-রে করে দেখা গেছে যে সাপটির মাথার খুলি একটিই। এমন নয় যে ঘটনাক্রমে দুটি মাথা এক হয়ে গেছে। তার মাথার খুলিতে তিনটি চোখের সকেট বা গর্ত ছিল। তিনটি চোখই কাজ করছিল।

অস্ট্রেলিয়ায় মিললো তিন চোখ বিশিষ্ট অজগর সাপ

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাপ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রায়ান ফ্রাই বলেন, মিউটেশন বা কোষকলার বৃদ্ধি বিবর্তনের একটা স্বাভাবিক অংশ। প্রতিটি শিশুর দেহেই কোন না কোন রকমের মিউটেশন হয়, এই সাপটির ক্ষেত্রে তা অস্বাভাবিক আকার নিয়েছে মাত্র।

অধ্যাপক ফ্রাই বলেন, ‘আমি এর আগে তিন চোখওয়ালা সাপ দেখিনি। তবে আমাদের ল্যাবরেটরিতে দুই মাথাওয়ালা একটি কোবরা পাইথন সাপ আছে। মানুষের মধ্যে যেমন জোড়া-লাগা শিশুর জন্ম হয় তেমনি সাপের মধ্যেও ভিন্ন ধরণের মিউটেশন হতে পারে।’

অধ্যাপক ফ্রাই বলেন, সাপটির তৃতীয় চোখটি হয়তো একটি যমজ সাপের অবশিষ্টাংশ যা এর দেহের সাথে মিশে গেছে।