অন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলে শতাব্দির ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পথঘাটগুলো নদীতে পরিণত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরো বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির।
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনাস্তাসিয়া প্যালাজজুক বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা ২০ বছরে একবার হয় না, এমন ভয়াবহ দুর্যোগ শতাব্দিতে একবার ঘটে।’
রবিবার এবিসি টেলিভিশনে আবহাওয়াবিদ জনাথন হাউ বলেন, ‘আমরা আগামী সপ্তাহের গোড়ার দিকে আরো ভারী বৃষ্টিপাত দেখতে পারি।’
অঞ্চলটিতে গড়ে বছরে ৬ দশমিক ৫ ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে এ বছর ইতোমধ্যেই তা ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।