খেলঅধূলা ডেস্কঃ
লেগ স্পিনার যুজবেন্দ্রা চাহালের ৬ উইকেট, পরে ব্যাট হাতে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৮৭ রানের কল্যাণে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে ভারত। মেলবোর্নে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত ৭ উইকেটে হারিয়েছে অসিদের। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজও ২-১ ব্যবধানে জেতে ভারত।
২৭ রানে দুই ওপেনারকে ফেরানোর পর দলের হাল ধরেন উসমান খাজা ও শন মার্শ। তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তারা। ভারতের লেগ-স্পিনার যুজবেন্দ্রা চাহালের ঘূর্ণিতে বিদায় নেন খাজা ও মার্শ। খাজা ৩৪ এবং মার্শ ৩৯ রান করেন। পরে আরও চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের বড় স্কোরের পথ বন্ধ করে দেন চাহাল। ১০ ওভার বল করে ৪২ রানে ৬ উইকেট শিকার করেন চাহাল। সেই সাথে রেকর্ড বইয়ে নিজের নামও তোলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো স্পিনারের সেরা বোলিং ফিগার এটি। চাহালের ঘূর্ণিতে পড়ে ইনিংসের ৮ বল বাকি থাকতে ২৩০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন ভুবেনশ্বর ও মোহাম্মদ সামি। জয়ের জন্য ২৩১ রানের টার্গেটে সতর্কতার সাথে শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তবে এই জুটি ১৫ রানের বেশি করতে পারেননি। রোহিতকে ৯ রানে থামিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন পেসার পিটার সিডল।
এরপর অধিনায়ক কোহলিক নিয়ে দলের স্কোর বড় করছিলেন ধাওয়ান। তবে তাদের ব্যাটিং ছিল ধীরগতির। তাই ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৭ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ধাওয়ানকে থামান অস্ট্রেলিয়ার পেসার মার্কাস স্টোয়িনিস। ৪৬ বলে ২৩ রান করেন ধাওয়ান।
এরপর দলের স্কোর শতরানের কোটা পার করেন ধোনি- কোহলি। ৩টি চারে ৬২ বলে ৪৬ রান করা কোহলিকে থামান পেসার জেই রিচার্ডসন। পাঁচ নম্বরে নামা কেদার যাদবকে নিয়ে ভারতের রানের চাকা ঘোরাতে থাকেন ধোনি। সিরিজে টানা তৃতীয় এবং ৩৩৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৭০তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ধোনি।
শেষ ৫ ওভারে ৪৪ রান প্রয়োজন পড়ে ভারতের। ধোনি-যাদব জুটির দারুণ দৃঢ়তায় কাজটা মোটেও কঠিন হয়নি ভারতের জন্য। শেষ ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে ভারতকে ঐতিহাসিক জয় এনে দেন যাদব। ৬টি চারে ১১৪ বলে ৮৭ রানে অপরাজিত ধোনি। ৭টি চারে ৫৭ বলে ৬১ রানে অপরাজিত থাকেন যাদব। ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন যাদব।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২৩০/১০, ৪৮.৪ ওভার (হ্যান্ডসকম্ব ৫৮, শন মার্শ ৩৯, চাহাল ৬/৪২)।
ভারত : ২৩৪/৩, ৪৯.২ ওভার (ধোনি ৮৭*, যাদব ৬১*, রিচার্ডসন ১/২৭)।
ফল : ভারত ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : যুজবেন্দ্রা চাহাল (ভারত)।
সিরিজসেরা : মহেন্দ্র সিং ধোনি (ভারত)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ভারত।