তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
চলতি মাসের ৭ তারিখ জাঁকজমকপূর্ণ ইভেন্টে অ্যাপল তাদের লেটেস্ট আইফোন সিরিজকে বিশ্ববাজারে লঞ্চ করেছে। আইফোন ১৪’র লাইনআপের অধীনে আসা ৪টি মডেলকেই সারা পৃথিবীতে বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। এক্ষেত্রে, ভিন্ন ডিজাইন ও তুলনায় উন্নত চিপসেটের সাথে আসার দরুন ‘প্রো’ এডিশনগুলি অধিক আকর্ষিত করছে গ্রাহকদের। তবে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল আইফোন ১৪ -ও কিন্তু বহু ক্রেতাদের ‘শপিং কার্ট’-এ জায়গা করে নিয়েছে।
যদিও আলোচ্য প্রিমিয়াম মডেলটির ফিচার একাধিক অ্যান্ড্রয়েড ফোনেও খুঁজে পাওয়া যাবে, তাও আবার অনেক সাশ্রয়ী মূল্যে। উদাহরণস্বরূপ গত ১৭ই ফেব্রুয়ারি আগত গ্যালাক্সি এস ২২ ফ্ল্যাগশিপ ফোনটি এদেশে অ্যাপল ডিভাইসটির প্রধান প্রতিদ্বন্দ্বী হবে। কেননা, স্যামসাং -এর এই ফোন দামে কম এবং ফিচারের নিরিখেও যথেষ্ট উন্নত। ফলে আধ-খাওয়া আপেল লোগো যুক্ত নতুন আইফোন বেছে নেওয়া উচিত হবে, নাকি তুলনায় কম টাকা দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন কেনা অধিক বুদ্ধিমানের কাজ হবে? এই দ্বন্ধ এখন অনেকের মনেই দেখা দিয়েছে। তাই আজ আমরা এই প্রতিবেদনে অ্যাপল আইফোন ১৪ এবং স্যামসাং গ্যালাক্সি এস ২২ ফোন দুটির মধ্যে দাম ও ফিচারগত তুলনামূলক আলোচনার করবো, যাতে উক্ত মডেল-দ্বয়ের মধ্যে কোনটি কেনা অধিক যুক্তিযুক্ত হবে তা আপনারা নিজেরাই বিচার করতে পারেন।
অ্যাপল আইফোন ১৪ বনাম স্যামসাং গ্যালাক্সি এস ২২ : ডিসপ্লে, সেন্সর
আইফোন ১৪ লঞ্চ হয়েছে ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এবং নিরাপত্তার জন্য ডিভাইসের সামনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড। ফোনটি একটি ৬.১-ইঞ্চির (২,৫৩২১,১৭০ পিক্সেল) সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে সহ এসেছে, যা ১২০০ নিট পিক ব্রাইটনেস, ট্রু টোন, এইচডিআর, পি৩ ওয়াইড কালার গ্যামেট এবং ডলবি ভিশন সাপোর্ট করে। তদুপরি, বায়োমেট্রিক সিকিউরিটি অপশন হিসেবে এতে ফেস আইডি উপলব্ধ।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের এই বেস মডেলে, একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি (১০৮০ী২৩৪০ পিক্সেল) ডাইনামিক অগঙখঊউ ডিসপ্লে আছে, যা ৪৮ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ১৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লেটি সুরক্ষিত রাখতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। সাথে সিকিউরিটির জন্য এই ডিসপ্লের মধ্যেই এম্বেড থাকছে আল্ট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার।
অ্যাপল আইফোন ১৪ বনাম স্যামসাং গ্যালাক্সি এস ২২ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র্যাম, স্টোরেজ
পারফরম্যান্সের জন্য আইফোন ১৪ মডেলে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব তথা পুরোনো এ১৫ বায়োনিক প্রসেসর। এটি লেটেস্ট আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। সংস্থার তরফ থেকে ফোনটির র্যাম মেমোরি সম্পর্কিত তথ্য এখনো জানানো হয়নি। তবে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সিরিজের নন-প্রো মডেলগুলি ৬ জিবি র্যাম অফার করবে। যদিও জিএসমেরিনা প্রদত্ত লিস্টিং বলছে, উক্ত মডেল ৪ জিবি র্যাম সহ এসেছে। তবে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। যাইহোক, এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের ভারতীয় সংস্করণে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৪ ন্যানোমিটার (এনএম) প্রসেসিং নোডে নির্মিত। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এই ডিভাইসে, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে।
অ্যাপল আইফোন ১৪ বনাম স্যামসাং গ্যালাক্সি এস ২২ : ক্যামেরা সেটআপ
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, আইফোন ১৪ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এগুলি হল – এফ/১.৭ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। এই রিয়ার ক্যামেরা সেটআপ নতুন স্টেবিলাইজেশন ফিচার, ডিপ ফিউশন ও অ্যাকশান মোড সাপোর্ট করে। এলইডি ফ্ল্যাশ লাইটটি ক্যামেরা মডিউলের ভিতরে স্থাপন করা হয়েছে। তদুপরি, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।
অ্যাপল আইফোন ১৪ বনাম স্যামসাং গ্যালাক্সি এস ২২ : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি
ব্যাটারি ফ্রন্টের ক্ষেত্রে আইফোন ১৪ সম্ভবত আপগ্রেড পেয়েছে। সম্ভবত বলা কারণ, অ্যাপল তাদের এই আইফোন মডেলের ব্যাটারি ক্যাপাসিটি এখনো গোপন রেখেছে। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, সিরিজের এই ভ্যানিলা মডেলটি একক চার্জে ২০ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করবে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৩,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অ্যাপল আইফোন ১৪ বনাম স্যামসাং গ্যালাক্সি এস ২২ : পরিমাপ, আইপি রেটিং
আইফোন ১৪ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলের পরিমাপ ১৪৬.৭৭১.৫৭.৮ মিমি এবং ওজন ১৭২ গ্রাম। এটি ওচ৬৮ সার্টিফাইড, ফলে জল ও ধুলো লাগা সত্ত্বেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না।
স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের পরিমাপ ১৪৬৭০.৬৭.৬ মিমি এবং ১৬৭ গ্রাম। এটিও ওচ৬৮ রেটিং প্রাপ্ত।