ধর্ম ও জীবন ডেস্কঃ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে আজ রবিবার। এবার আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান দুইটাই বাংলায় করা হয়েছিল। মোনাজাতে সবার জন্য শান্তি কামনাও করা হয়। এ সময় আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করেন লাখ লাখ মুসল্লি। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন মুসল্লিরা।
আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয় এই আখেরি মোনাজাত চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। ৩৫ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ জোবায়ের। ফজরের নামাজের পর থেকে প্রস্তুতিমূলক বয়ান করেন মাওলানা আনিসুর রহমান। এতে হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।
মোনাজাতে নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এমনকি বাসা-বাড়ি ও কারখানার ছাদ, নৌকা, বাসের ছাদ, ফুটওভার ব্রিজ-যে যেখানে পেরেছেন সেখানে বসেই দুই হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছেন।