জাতীয় ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে।
আজ রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মো. নাসিম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কেন্দ্রীয় ১৪ দল একসাথে কাজ করছে। ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ১৪ দল অংশ গ্রহণ করবে।’
সংগঠনের সভাপতি শরিফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, মঈন উদ্দিন খান বাদল এমপি, নাজমুল হক প্রধান এমপি, ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই ভারতের সাথে তিস্তা চুক্তি হবে এমন আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তার পানি চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। আমাদেরও তাঁর প্রতি আস্থা আছে। তাই আমরা আশা করি শেখ হাসিনার হাতেই তিস্তার সমস্যা সমাধান হবে। বাসস।