জাতীয় ডেস্কঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে রংপুরের ছয়টি আসনসহ ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। এর মধ্যে ১০০ আসনে আমরা নিশ্চিতভাবে বিজয়ী হবো। আর ৩০টি আসনে আমাদের জয়ী হবার সম্ভাবনা রয়েছে। এবার রংপুরের কোনো আসনে অন্য কাউকেই ছাড় দেয়া হবে না।
সোমবার সকালে রংপুর নগরীর দর্শনা এলাকার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এইচএম এরশাদ বলেন, এবারের বাজেটে করের বোঝা চাপিয়ে জনগণের জীবনযাত্রা আরো কঠিন করে তোলা হয়েছে। জনগণ এই বাজেট গ্রহণ করেনি। এমনকি রিকশাওয়ালা, ব্যবসায়ীসহ খোদ সরকারি কর্মকর্তারাও খুশি না। আগামী বছর যেহেতু জাতীয় সংসদের নির্বাচন হবে, সে কারণে এবারের বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিৎ ছিল। কিন্তু তা না করে এমন একটা বাজেট উপস্থাপন করা হয়েছে যা দেশের মানুষ কখনই গ্রহণ করবে না।
তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, এবার ৬টি আসনেই আমরা প্রার্থী দেব। রংপুর ছাড়াও রংপুর অঞ্চলের ২২টি আসনেই আমরা প্রার্থী দেব এবং আমরা জয়ী হবো।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মো. মশিউর রহমান, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাউন্সিলর মো. শাফিয়ার রহমান শাফি, সাবেক কাউন্সিলর মো. আজমল হোসেন লেবু, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের নেতা আল আমীন সুমন প্রমুখ।
ইত্তেফাক