মো. তপন সরকার, হোমনা:
কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র ৬০ তম শুভ জন্মদিন আজ । জন্মদিন উপলক্ষে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশা মানুষ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান। প্রাথমিক জীবন ও শিক্ষা-১৯৬০ সালে এদিনে কুমিল্লা জেলা হোমনা উপজেলা আসাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার সপরিবার মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। শিক্ষা স্নাতকোত্তর যেখানের শিক্ষার্থীও শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মজীবন- সেলিমা আহমাদ (মেরী) নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন। এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান যার ২৬টি কোম্পানী রয়েছে। এর মধ্যে ৬টি জয়েন্ট ভেঞ্চার এবং ৩টি পাবলিক লিমিটেড কোম্পানী। এর মধ্যে রয়েছে অটোমোবাইল, সিমেন্ট, পেপার, রিয়েল এস্টেট, ইলেকট্রনিক্স এবং আর্থিক সেবা। রাজনৈতিক জীবন-তিনি গত ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।
এছাড়া তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিনারউসিসিআই) প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি। ব্যক্তিগত জীবন- সেলিমা আহমাদ মেরী’র স্বামী ব্যবসায়ী নেতাও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ । তাদের দুই সন্তান আবদুল মুসাব্বির আহমাদ (নিটল) এবং আবদুল মারিব আহমাদ (নিলয়)। পুরস্কার ও সম্মাননা- অসলো বিজনেস ফর পিস পুরস্কার, ২০১৪, প্রিয়দর্শিনী পুরস্কার, ২০১২, বিজনেস এক্সপ্রেস পুরস্কার, ২০০৯,বেস্ট বিজনেস উইমেন, ২০০০, ২০০২, ২০০৩। সেলিমা আহমাদ এমপি’ চলতি বছরের জুন থেকে ২০২২ সালের মে পর্যন্ত ২ বছরের জন্য বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাংক গ্রুপের উইমেন এন্টারপ্রেনিয়র ফিনান্স ইনিশিয়েটিভের (উই-ফাই) এর জন্য সম্মানিত লিডারশিপ চ্যাম্পিয়ন হিসেবে আবারও মনোনীত হয়েছেন।