ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র পিছু হটার পর আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এমনটাই দাবি করেছেন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি এ কথা বলেন।

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা থেকে ফিরে আসার পর প্রথম সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ আশাবাদ ব্যক্ত করেন।  

তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে নিজেদের শর্ত অনুযায়ী আফগান সরকার যেকোনো ছাড় দেবে বলেও জানান তিনি।  

পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার (২ ফেব্রুয়ারি) এএফপিকে বলেন, আফগানিস্তানের নতুন শাসকরা ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া… আমরা সেই লক্ষ্যের কাছাকাছি এসেছি। এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়ে যাব। ’

প্রসঙ্গত, ২০ বছর ধরে ক্ষমতা দখলের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০২১ সালে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়। এরপর আগস্টে তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। তবে তালেবান সরকারকে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

কয়েক দশকের মধ্যে পশ্চিমাদের মাটিতে তালেবানদের প্রথম আলোচনা হয় গত মাসে নরওয়েতে। ওই আলোচনার পর নরওয়ে জোর দিয়ে বলে যে, তাদের এই বৈঠক কট্টর ইসলামপন্থি গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে নয়।  

পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে যোগাযোগ করতে চায়। এটা ইঙ্গিত দেয় যে, আমাদের গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমানভাবে বাড়ছে।  

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে তালেবান

আপডেট সময় ০১:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র পিছু হটার পর আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এমনটাই দাবি করেছেন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি এ কথা বলেন।

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা থেকে ফিরে আসার পর প্রথম সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ আশাবাদ ব্যক্ত করেন।  

তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে নিজেদের শর্ত অনুযায়ী আফগান সরকার যেকোনো ছাড় দেবে বলেও জানান তিনি।  

পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার (২ ফেব্রুয়ারি) এএফপিকে বলেন, আফগানিস্তানের নতুন শাসকরা ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া… আমরা সেই লক্ষ্যের কাছাকাছি এসেছি। এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়ে যাব। ’

প্রসঙ্গত, ২০ বছর ধরে ক্ষমতা দখলের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০২১ সালে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়। এরপর আগস্টে তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। তবে তালেবান সরকারকে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

কয়েক দশকের মধ্যে পশ্চিমাদের মাটিতে তালেবানদের প্রথম আলোচনা হয় গত মাসে নরওয়েতে। ওই আলোচনার পর নরওয়ে জোর দিয়ে বলে যে, তাদের এই বৈঠক কট্টর ইসলামপন্থি গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে নয়।  

পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে যোগাযোগ করতে চায়। এটা ইঙ্গিত দেয় যে, আমাদের গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমানভাবে বাড়ছে।