অন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানে এক দেহরক্ষীর গুলিতে কান্দাহার প্রদেশের গভর্নর জালমাই ওয়েসা, পুলিশ প্রধান জেনারেল আব্দুর রাজিক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার স্থানীয় কমান্ডার আব্দুল মমিন নিহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মার্কিন কমান্ডার জনারেল স্কট মিলার।
গতকাল বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। কান্দাহারে তালেবানের আতঙ্ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন আব্দুর রাজিক। কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের প্রধান জান খাকরেযওয়াল জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রদেশের পদস্থ কর্মকর্তারা নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে বসেছিলেন। সেখানে বিদেশি অতিথিরাও ছিলেন। বৈঠক শেষ হওয়ার পরপরই গভর্নরের দেহরক্ষী গুলি শুরু করলে হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানে আগামী ২০ অক্টোবর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তালেবান নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। – আল জাজিরা