অন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের উত্তরাঞ্চলে তাখার প্রদেশে সোমবার গভীর রাতে একের পর এক বিমান হামলায় ১২ জঙ্গি নিহত ও আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক সেনা কর্মকর্তা এ কথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ওই অঞ্চলের সেনাবাহিনীর ডিভিশন ২০ পামির প্রেস কর্মকর্তা গুলাম হজরত কারিমি বলেন, ‘আফগান বিমান বাহিনী গতরাতে তাখার প্রদেশের ইয়াঙ্গি কালা জেলার তালেবান ঘাঁটিতে অভিযান চালিয়েছে। এতে ১২ জঙ্গি নিহত ও অপর আট জন আহত হয়েছে।’
নিহতদের মধ্যে তালেবান জঙ্গিদের বিভাগীয় কমান্ডাররাও ছিল। এ ব্যাপারে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।