আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের পাকিয়ানা প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় ৫০ তালেবান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
নিহত জঙ্গিদের মধ্যে অনেকেই বিদেশি যোদ্ধা ছিল। খবর চীনা বার্তা সংস্থা সিনহুয়ার।
পাকিয়ানা প্রদেশের গভর্নর মোহাম্মদ হালিম ফেদাই সোমবার জানিয়েছেন, রবিবার গভীর রাতে আফগান বিমানবাহিনী জারমাট, মিরজাকা ও আহমদাবাদ জেলায় তালেবানপন্থী জঙ্গিদের বিরুদ্ধে এই বিমান হামলা চালিয়েছে।
তিনি আরও জানান, রবিবার কয়েকজন তালেবান যোদ্ধা মির্জাকা জেলার কলকিন এলাকায় একটি সেনা চৌকিতে হামলা চালায়, এই হমলায় পাঁচজন সেনা নিখোঁজ হয়েছেন।
এরই মধ্যে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, কালকিন এলাকায় লড়াইয়ে এক ডজনেরও বেশি সুরক্ষা কর্মী নিহত হয়েছেন এবং জঙ্গিরা কয়েকজন সরকার সমর্থক কর্মীকে ধরে নিয়ে গেছে। তালেবানরা এখনও এই বিষয় কোনও মন্তব্য করেনি।
১ মে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সেনাদের সরকারিভাবে প্রত্যাহারের পর থেকে তালেবানরা প্রাদেশিক রাজধানী, জেলা, ঘাঁটি এবং চেকপোস্টে হামলা বাড়তে থাকে। এই কারণে গত কয়েক সপ্তাহার মধ্যে প্রায় ১০ হাজার আফগান বাস্তুচ্যুত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি মোতাবেক আফগানিস্তান থেকে এ বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে।