আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে যৌথ বাহিনীর অভিযানে ৮৬ তালেবান সদস্য নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেশটির কান্দাহার ও ফারিয়াব প্রদেশে যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আব্দুল কারিম। তিনি জানিয়েছেন, ২৪ ঘণ্টায় ওই দুই প্রদেশে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে তারা নিহত হন।
প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের দক্ষিণের মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছে।
এদিকে, কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাহিনী কোনও মন্তব্য করেনি।
তালেবানের মুখপাত্র কারি ইউসুফ জানান, কান্দাহারে একটি সাঁজোয়া যান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই গাড়ির সবাই নিহত হয়েছে’। তবে এ বিষয়ে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কোনো মন্তব্য করেনি।