জাতীয় :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে হবে।’ তিনি আজ বুধবার আবরার হত্যার অভিযোগপত্র দাখিলের পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
আনিসুল হক বলেন, সব আইনি বাধ্যবাধকতা শেষ করে আবরার হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে।
আইনমন্ত্রী বলেন, এ মামলা বিচারিক আদালতে আসার পরই যেন কার্যক্রম শুরু করা যায় এজন্য একটা প্রসিকিউশন টিম ঠিক করে রাখা হয়েছে।
তিনি বলেন, অভিযোগপত্র দাখিলের পর কিছু ফরমালিটিজ রয়েছে। ফরমালিটিজগুলো যত শিগগির সম্ভব শেষ করে আগামী সোমবারের মধ্যে প্রসিকিউশন টিমকে এ দায়িত্ব গ্রহণ করতে হবে।
তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের প্রথম সময়টা হচ্ছে ৯০ দিন, তারপর সময় দেয়া হয় ৩০ দিন। মোট ১২০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে না পারলে তৃতীয়বার ১৫ দিন সময় পাবে। অর্থাৎ মোট ১৩৫ দিনে বিচারকাজ শেষ করতে হবে।
এদিকে, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, ২৫ জনের মধ্যে ১১ জন আবরারকে হত্যায় সরাসরি অংশ নেয়। সংশ্লিষ্ট বাকি ১৪ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। বাসস