অন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীর ও আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর বিবিসির।
রয়টার্স জানায়, সোমবার বিকেলে এই হামলা চালানো হয়। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটনোর পর একদল বন্দুকধারী সরকারি কম্পাউন্ডে ঢুকে এলোপাথারি গুলি চালায়।
ওইসময় ওই ভবনে শতাধিক মানুষের অবস্থান করছিল। বাঁচার জন্য অনেকে ভবন থেকে লাফ দেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীর প্রায় ৭ ঘন্টা ধরে গুলিবিনিময় চলে।
দেশটির পক্ষ থেকে জানানো হয়, নিহতদের বেশিরভাগই সরকারি কর্মচারী। হামলায় একজন নিরাপত্তা বানিহীর সদস্য নিহত হয়েছে। এছাড়া ৩ জন হামলাকারী ঘটনাস্থলে মারা যায়।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ড্যানিশ বলেন, হামলার সময় ভবনে আটকা পড়া ৩৫০জনকে উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানানো হয়।