বিনোদন ডেস্ক:
নায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ডিভোর্স হয়েছে দেড় বছরেরও বেশি সময়। ছেলে জয়ের দেখাশোনা, তাকে স্কুলে আনা-নেয়া ও পেশাগত ব্যস্ততায় কেটেছে তার এই সময়টা। সেসব ব্যস্ততার মাঝেও ভালোবেসে বিয়ে করা শাকিব খানের স্মৃতি তার মনকে আজও নাড়া দেয় কি না, সে প্রশ্ন তোলাই থাক। বর্তমানের চমকপ্রদ খবর হচ্ছে, আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন অপু। তার পরিবার নাকি ইতোমধ্যে পাত্র দেখাও শুরু করেছে।
অপু বিশ্বাস অভিনীত শেষ ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। অনেক আগে শুটিং শেষ হলেও ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। কবে মুক্তি পাবে সে তারিখও এখনো ঠিক হয়নি। তার পরও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নিয়ে বেশ আশাবাদী অপু। বলেন, ‘ছবিটি দর্শক পছন্দ করলে আবার অভিনয়ে নিয়মিত হবো। নইলে পর্দার আড়ালে চলে যাবো।’
প্রসঙ্গত, সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমে পড়ে যান দুই তারকা। ২০০৮ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ ৯ বছর সে খবর গোপন করে রাখেন। ২০১৬ সালের শুরুর দিকে হঠাৎ কলকাতা চলে যান অপু। সেখানে জন্ম হয় ছেলে জয়ের। তাকে নিয়ে ফিরে আসেন ২০১৭ সালে। তার কিছুদিন পরই একটি বেসরকারি টিভির লাইভ অনুষ্ঠানে গিয়ে ফাঁস করেন শাকিবের সঙ্গে তার বিয়ের কথা।
এই ঘটনার পরই তীব্র হয়ে ওঠে শাকিব-অপুর দাম্পত্য কলহ। কারণ শাকিব অপুকে আগেই বারণ করে দিয়েছিলেন বিয়ে ও সন্তানের কথা তার অনুমতি ছাড়া প্রকাশ না করতে। সে বারণ উপেক্ষা করে সবকিছু প্রকাশ করায় ক্ষীপ্ত হয়ে যান শাকিব। নানা অভিযোগ এনে ২০১৭ সালের ২২ নভেম্বর অপুকে তিনি তালাকের নোটিশ পাঠান। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি সেই তালাক কার্যকর হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন দুইবার সালিশ ডেকেও টেকাতে পারেনি তাদের সংসার।