ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবার হিন্দি গানের মডেল মাহিম, সঙ্গে ‘মিস হিমাচল’ সুন্দরী কৃতি

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের মডেল মাহিম করিম আবার হিন্দি গানের মডেল হলেন। বলিউডের টি-সিরিজের ব্যানারে ‘ইতনা দূর’ (২০১৭) ও ‘এক তেরা ছায়া’ (২০১৮) এই দুটি গান উপহার দেয়ার পর এবার নতুন গানের মডেল হলেন মাহিম। যে গানে তার সঙ্গে দেখা গেল ভারতের হিমাচল প্রদেশের ‘মিস হিমাচল’ চ্যাম্পিয়ন কৃতি সুনিধিকে।

 

মাহিম করিম বলেন, গানের মডেলিং শুরু হয়েছিল হিন্দি গানের মাধ্যমে। তাছাড়া রুম্মান চৌধুরী আমার বন্ধু। সে এখানে নিয়মিত কাজ করছে। আমাকে ভারতের বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে কাজে উৎসাহিত করেছে। আগামীতে বলিউডের বিখ্যাত কয়েকজন মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি।

মাহিম করিম মনে করেন, এটা বাংলাদেশের জন্য সুখবর যে এতদিন টি-সিরিজ, জি-মিউজিকের ব্যানারে পাকিস্তানি ও অন্যান্য দেশের মডেলরা কাজ করেছেন। বাংলাদেশ থেকে তিনি কাজ শুরু করেছেন। হয়তো আগামীতে এদেশের আরও অনেক মডেলই তাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন।

শুধু ভারতীয় গান নয়, বাংলাদেশের দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মাহিম করিম। ওই দুই গানে মডেল ছিলেন টয়া ও আইরিন। মডেলিংয়ের পাশাপাশি মাহিম করিম এমকে প্রোডাকশন হাউজ চালু করেছেন। শুধু মিউজিক ভিডিও নয় এর পাশাপাশি চলচ্চিত্র, নাটকও নির্মাণ করা হবে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

আবার হিন্দি গানের মডেল মাহিম, সঙ্গে ‘মিস হিমাচল’ সুন্দরী কৃতি

আপডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
বিনোদন ডেস্ক:

বাংলাদেশের মডেল মাহিম করিম আবার হিন্দি গানের মডেল হলেন। বলিউডের টি-সিরিজের ব্যানারে ‘ইতনা দূর’ (২০১৭) ও ‘এক তেরা ছায়া’ (২০১৮) এই দুটি গান উপহার দেয়ার পর এবার নতুন গানের মডেল হলেন মাহিম। যে গানে তার সঙ্গে দেখা গেল ভারতের হিমাচল প্রদেশের ‘মিস হিমাচল’ চ্যাম্পিয়ন কৃতি সুনিধিকে।

 

মাহিম করিম বলেন, গানের মডেলিং শুরু হয়েছিল হিন্দি গানের মাধ্যমে। তাছাড়া রুম্মান চৌধুরী আমার বন্ধু। সে এখানে নিয়মিত কাজ করছে। আমাকে ভারতের বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে কাজে উৎসাহিত করেছে। আগামীতে বলিউডের বিখ্যাত কয়েকজন মানুষের সঙ্গে কাজ করতে যাচ্ছি।

মাহিম করিম মনে করেন, এটা বাংলাদেশের জন্য সুখবর যে এতদিন টি-সিরিজ, জি-মিউজিকের ব্যানারে পাকিস্তানি ও অন্যান্য দেশের মডেলরা কাজ করেছেন। বাংলাদেশ থেকে তিনি কাজ শুরু করেছেন। হয়তো আগামীতে এদেশের আরও অনেক মডেলই তাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন।

শুধু ভারতীয় গান নয়, বাংলাদেশের দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন মাহিম করিম। ওই দুই গানে মডেল ছিলেন টয়া ও আইরিন। মডেলিংয়ের পাশাপাশি মাহিম করিম এমকে প্রোডাকশন হাউজ চালু করেছেন। শুধু মিউজিক ভিডিও নয় এর পাশাপাশি চলচ্চিত্র, নাটকও নির্মাণ করা হবে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।