অন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন সামরিক বাহিনীর সমর্থন ছাড়া সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ ক্ষমতায় ‘দুই সপ্তাহও টিকতে পারবেন না’বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমরা সৌদি আরবকে রক্ষা করি। আপনারা বলবেন তারা ধনী। আমি যদিও ওই বাদশাকে ভালোবাসি, বাদশা সালমান। কিন্তু আমি তাকে বলেছি- বাদশা, আমরা আপনাকে রক্ষা করছি। আমাদের ছাড়া আপনি সেখানে (ক্ষমতায়) হয়তো দুই সপ্তাহও টিকতে পারবেন না। আপনার সামরিক বাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে।’
তবে কবে কোন সময়ে সৌদি আরবের শাসনকর্তাকে তিনি এ কথা বলেছেন তা সুস্পষ্ট করে জানাননি ট্রাম্প।
ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব গিয়েছিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি ঠেকাতে সৌদি আরব প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বলেও মনে করে ট্রাম্প প্রশাসন।