ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমির খানের বায়োপিকে অভিনয় করবেন তার ছেলে

বিনোদন ডেস্কঃ

ঠগ অফ হিন্দুস্থান বক্স অফিসে মুখ থুবরে পড়লো। আমির খান দর্শকদের কাছে ক্ষমাও চাইলেন। আর এখন তো সব ভুলে, নিজের প্রোডাকশনে তৈরি ‘রু বরু’ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির৷ সঙ্গে স্ত্রী কিরণ খানও রয়েছেন। ঠিক এরই মাঝে নিজের ছেলে জুনেইদকে বলিউডে নিয়ে আসার কথা শোনালেন আমির। তিনি বললেন, আমার ছেলে ‘জুনেইদ’ ই সঠিক অর্থে আমির খান হয়ে উঠতে পারেন।’

সম্প্রতি মুম্বইয়ে এক সংবাদ সম্মেলনে আমির খানের ছেলে জুনেইদের বলিউডে পা রাখা নিয়ে প্রশ্ন উঠতেই আমির খান বলেন, ‘জুনেইদ মোটামুটি তৈরি৷ তবে আমার ছেলেকে বলিউডে নিয়ে আসার জন্য কোনো রকম চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি৷ এমনকি, তেমন কোনো প্ল্যানও নেই। তবে আমি জুনেইদকে বলেছি, ‘ক্যামেরার সমানে নিজেকে তুলে ধরার জন্য আরো নিজেকে তৈরি করতে। সঙ্গে এটাও বলেছি, হিরো নয় বরং ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করতে।’

‘দঙ্গল’ খ্যাত আমির খান বলেন, ‘তবে আমার মনে হয়, বলিউডে যদি আমার জীবনী নিয়ে ছবি তৈরি হয় তাহলে জুনেইদ খুব সহজেই তা অভিনয় করতে পারবে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

আমির খানের বায়োপিকে অভিনয় করবেন তার ছেলে

আপডেট সময় ০১:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
বিনোদন ডেস্কঃ

ঠগ অফ হিন্দুস্থান বক্স অফিসে মুখ থুবরে পড়লো। আমির খান দর্শকদের কাছে ক্ষমাও চাইলেন। আর এখন তো সব ভুলে, নিজের প্রোডাকশনে তৈরি ‘রু বরু’ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন আমির৷ সঙ্গে স্ত্রী কিরণ খানও রয়েছেন। ঠিক এরই মাঝে নিজের ছেলে জুনেইদকে বলিউডে নিয়ে আসার কথা শোনালেন আমির। তিনি বললেন, আমার ছেলে ‘জুনেইদ’ ই সঠিক অর্থে আমির খান হয়ে উঠতে পারেন।’

সম্প্রতি মুম্বইয়ে এক সংবাদ সম্মেলনে আমির খানের ছেলে জুনেইদের বলিউডে পা রাখা নিয়ে প্রশ্ন উঠতেই আমির খান বলেন, ‘জুনেইদ মোটামুটি তৈরি৷ তবে আমার ছেলেকে বলিউডে নিয়ে আসার জন্য কোনো রকম চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়নি৷ এমনকি, তেমন কোনো প্ল্যানও নেই। তবে আমি জুনেইদকে বলেছি, ‘ক্যামেরার সমানে নিজেকে তুলে ধরার জন্য আরো নিজেকে তৈরি করতে। সঙ্গে এটাও বলেছি, হিরো নয় বরং ভালো অভিনেতা হওয়ার চেষ্টা করতে।’

‘দঙ্গল’ খ্যাত আমির খান বলেন, ‘তবে আমার মনে হয়, বলিউডে যদি আমার জীবনী নিয়ে ছবি তৈরি হয় তাহলে জুনেইদ খুব সহজেই তা অভিনয় করতে পারবে।’