বিনোদন ডেস্ক রিপোর্ট ডেস্কঃ
শহরে নতুন সহকারী পরিচালক’। এটা ছবির ক্যাপশন। আর ছবিতে দেখা যাচ্ছে, ফারুকী চেয়ারে বসে আছেন, চেয়ারের পাশে মাটিতেই বসে আছেন পরীমনি। এ যেন গুরু-শিষ্যের সম্পর্ক।
জানা গেছে, পরীমনি নতুন কাজ শুরু করছেন। মোস্তফার সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
মঙ্গলবার ঢাকার মিরপুরের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে তিনি ফারুকীর সহকারী হিসেবে কাজ শুরু করেন।
পরীমনি ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে আমি একটি চাকরি পেয়েছি। এখন থেকে আমি মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক।’
চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক
পরীমনি বলেন, আমি সৌভাগ্যবান যে মোস্তফা সরয়ার ফারুকীর মতো বড় নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আশা করি নির্মাণ বিষয়ে ভালো কিছু শিখতে পারবো।’
এদিকে ‘সোনার তরী’ নামে পরীমনির একটি প্রযোজনা সংস্থা রয়েছে। গত বছর এফডিসিতে প্রযোজনা সংস্থাটির ঘোষণা দেন তিনি।