বিনোদন ডেস্কঃ
এক বছর আগে বিয়ে হয়েছে পিগি চপসের। নিক জোনাসের সঙ্গে এখন চুটিয়ে ম্যারেড লাইফ ইনজয় করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ‘মেট গালা’-য় একসঙ্গে হেঁটেছেন পিঙ্ক কার্পেটে। এর মধ্যেই হয়ে গেল প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাস আর সোফি টার্নারের বিয়ে। সেখানেও চুটিয়ে ইনজয় করেছেন দু’জনে।
আজ বিশ্ব মাতৃত্ব দিবস। তার আগেই নতুন করে ফ্যামিলি শুরু করার আভাস দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ই-নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, ‘সবসময়। সবসময়ই আমি চেয়েছি মা হতে। তবে আমি মনে করি সেটা তখনই হবে যখন ভগবান চাইবেন।’
তাহলে কী এর মধ্যেই কোনও সুখবর পাওয়া যাবে? সেটা তো সময়ই বলবে।