বিনোদন ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সারা দেশে মুক্তি পেল ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সারা দেশের ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম।
বর্তমান প্রজন্মের প্রেম, ভালোবাসা, পাগলামি নিয়ে নির্মিত পারিবারিক এ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু এবং পরীমনি।
ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘ছবিটিতে আমার পছন্দের চরিত্রগুলোর মধ্যে একটিতে অভিনয় করেছি। মন ছুঁয়ে যাওয়া গ্রামীণ প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করছি, পর্দায় পরীর সঙ্গে আমার রসায়ন দর্শকদের ভালো লাগবে।’
চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘দীর্ঘদিন পর আমার নতুন ছবি মুক্তি পেল। সাধারণ প্রেম-ভালোবাসার গল্পের বাহিরে গিয়ে খুবই চমৎকার একটি গল্পের এ ছবিতে আরজুর সঙ্গে আমার রসায়ন, খুনসুটি, ঝগড়া দর্শকদের ভালো লাগবে বলে আশা করি। আরজু-পরী ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডনসহ অনেকে।