ধর্ম ও জীবন ডেস্কঃ
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার যারা হজে যেতে চান তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।
০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করেও জানানো যাবে। যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে নিবন্ধনে ইচ্ছুক সবাইকে আগামী ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার জন্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্যও আগামী ২৮ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাদের পাসপোর্টও ভেরিফিকেশনের সুবিধার্থে ২৭ মার্চের আগে পাসপোর্ট দাখিল করার কথা বলা হয়েছে।