বিনোদন:
গান চুরির অভিযোগ উঠেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে। ভারতীয় তারকার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন শত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের অভিনেত্রী মেহউইশ হায়াত। বলা হয়েছে, আলিয়ার সাম্প্রতিক একটি মিউজিক ভিডিওর সঙ্গে হুবহু মিল রয়েছে পাকিস্তানি একটি গানের।
মেহউইশ তার টুইটে লিখেন, ‘বলিউড তো সুযোগ পেলেই পাকিস্তানকে নানা ভাবে অপমান। অন্যদিকে আবার আমাদের গানই চুরি করে কোনো সৌজন্য ছাড়াই! ‘কপিরাইট ভায়োলেশন’ আর ‘রয়্যালটি পেমেন্ট’-এর কোনো গুরুত্বই নেই এদের কাছে, বোঝা যাচ্ছে!’
প্রসঙ্গত, পাঞ্জাবি গান ‘দ্য প্রাডা সং’-এর মাধ্যমে সদ্য মিউজিক ভিডিওতে অভিষেক হয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। কিন্তু কেরিয়ারের প্রথম মিউজিক ভিডিওতেই গান চুরির অভিযোগ। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আলিয়া বা মিউজিক ভিডিওটির নির্মাতারা।