বিনোদন ডেস্কঃ
চিকিৎসার জন্য বর্তমানে মার্কিন মুলুকে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। ছয় মাসেরও বেশি সময় ধরে সেখানে একটি ভাড়া বাড়িতে স্ত্রী নীতু সিংকে নিয়ে আছেন প্রবীণ এই অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালোর দিকে। যার কারণে চলতি মাসের শেষের দিকেই দেশে ফেরার কথা তাদের। এরপরই নাকি একমাত্র ছেলে রণবীরের সঙ্গে মহেশ ভাটের মেয়ে অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ের দিন তারিখ ঘোষণা করবেন।
তবে শুধু বিয়ের খবর নয়, আরও একটি খবর আছে আলিয়া-রণবীরের ভক্তদের জন্য। তারকা জুটি মিলে শিগগিরই নাকি নিউ ইয়র্কে একটি বাড়ি কিনতে চলেছেন। তিন-চার জন থাকা যাবে এমন এক ছোট্ট বাড়ির সন্ধান চলছে সেখানে। এই ছোট্ট বাড়িকেই নাকি আলিয়া-রণবীর তাদের ‘ভালোবাসার নীড়’ বানাবেন। রণবীরের মা নীতু সিং আপাতত নিউ ইয়র্কে এখন সেই বাড়ির খোঁজ চালাচ্ছেন। ইতিমধ্যে নাকি বেশকিছু বাড়ি তিনি দেখেও ফেলেছেন।
এমনিতেই কাপুর পরিবারের সবাই আলিয়াকে খুব পছন্দ করেন। বিশেষ করে রণবীরের মা নীতু সিং। কাপুর পরিবারের পারিবারিক সব অনুষ্ঠানেই আলিয়াকে দেখা যায়। এবারের নববর্ষও নায়িকা তার প্রেমিকের মা-বাবার সঙ্গে নিউ ইয়র্কে কাটান। সেখানে তিনি বেশ কিছুদিন ছিলেন। এদিকে দীর্ঘদিন থাকতে থাকতে নিউ ইয়র্ক শহরটা বেশ পছন্দ হয়েছে ঋষি কাপুরের। এ কারণেই সেখানে বাড়ি কেনার কথা ভেবেছেন রণবীর। তার সঙ্গে মিলে সেই বাড়ি কিনতে চলেছেন আলিয়াও।
গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে সম্পর্ক তৈরি হয়েছিল এই তারকা জুটির। তাদের প্রেম নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের অন্ত নেই। আলিয়া-রণবীরের একসঙ্গে সময় কাটানো, এখানে ওখানে ঘুরতে যাওয়া ও মনোমালিণ্য থেকে শুরু করে সবকিছুই এখন খবরের পাতায় উঠে আসে। সম্প্রতি, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির লোগো উদ্বোধনে কুম্ভ মেলায় একসঙ্গে দেখা গেছে তাদের। সেখানে তারা একসঙ্গে পুজো দেয়া ও গঙ্গা আরতি সবই করেছেন। এবার অপেক্ষা তাদের বিয়ের।