ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আলেপ্পোর মসজিদে বিমান হামলায় নিহত ৪২

প্রবাস ডেস্কঃ
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের মসজিদে বৃহস্পতিবার এক বিমান হামলায় অন্তত ৪২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অন্য মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি জানালেও এখন পর্যন্ত তাদের কেউ হামলাকারী বিমানের তথ্য দিতে পারেনি।
হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। অঞ্চলটিতে প্রায়ই রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ জাহাজকে টহল দিতে দেখা যায়। ওই এলাকায় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনীও বিমান হামলা চালিয়ে থাকে।
সিরিয়ান অবজারভেটরি জানায়, বৃহস্পতিবার আলেপ্পোর আতারিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জিনা এলাকায় ওই বিমান হামলা হয়। সেসময় ৪২ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়।
স্থানীয় মানবাধিকার কর্মীদের দাবি, বিমান হামলা চলার সময় মসজিদের ভেতর প্রায় ৩০০ মানুষ ছিলো। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংবাদ সংস্থা ডিপিএ-কে দেওয়া সাক্ষাৎকারে রামি আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দেশটির ইদলিব প্রেস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিবিসি।
ট্যাগস
আপলোডকারীর তথ্য

ঈদের আনন্দ নেই মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে

আলেপ্পোর মসজিদে বিমান হামলায় নিহত ৪২

আপডেট সময় ০১:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
প্রবাস ডেস্কঃ
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের মসজিদে বৃহস্পতিবার এক বিমান হামলায় অন্তত ৪২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অন্য মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি জানালেও এখন পর্যন্ত তাদের কেউ হামলাকারী বিমানের তথ্য দিতে পারেনি।
হামলার সময় মসজিদটিতে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। অঞ্চলটিতে প্রায়ই রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ জাহাজকে টহল দিতে দেখা যায়। ওই এলাকায় বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনীও বিমান হামলা চালিয়ে থাকে।
সিরিয়ান অবজারভেটরি জানায়, বৃহস্পতিবার আলেপ্পোর আতারিবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-জিনা এলাকায় ওই বিমান হামলা হয়। সেসময় ৪২ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়।
স্থানীয় মানবাধিকার কর্মীদের দাবি, বিমান হামলা চলার সময় মসজিদের ভেতর প্রায় ৩০০ মানুষ ছিলো। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংবাদ সংস্থা ডিপিএ-কে দেওয়া সাক্ষাৎকারে রামি আরও জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দেশটির ইদলিব প্রেস সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিবিসি।