জাতীয় ডেস্কঃ
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়া তফসিল না দিতে নির্বাচন কমিশন ও সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্য লিখিতভাবে সরকার ও নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় মতিঝিলে গণফোরামের কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে এবং যারা নির্বাচনের অংশীজন তাদের সঙ্গে কথা না বলে আলোচনা না করে যেন তফসিল ঘোষণা না করা হয় সেজন্য নির্বাচন কমিশন, সরকার ও অন্যন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হবে। বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবিও তুলে ধরা হবে।
সিলেটের জনসভার ব্যাপারে তিনি বলেন, আগামী ২৩শে অক্টোবর ঐক্য ফ্রন্টের প্রথম সভা ছিল। অনুমতি দিয়েও তা বাতিল করা হয়। সরকার বুঝতে পেরেছে বাধা দিলে বাধবে লড়াই তাই অনুমতি দিয়েছে।
তিনি বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ।
এদিকে, বৈঠকের একটি সূত্র জানায়, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে, তার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
সাংবাদিকদের আ স ম রব বলেন, আগামী ২৬ অক্টোবর বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় ঐক্যফ্রন্ট। রাজধানীর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ অক্টোবর রাজশাহীতে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানান রব।
তিনি বলেন, ‘২ নভেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সকাল ১১ টায় গণফোরামের মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আবদুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আমীর খসরুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। সিলেটের জনসভার আগে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাই। তার মামলা প্রত্যাহার করে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে।
গতকাল ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমেদ ও যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু,জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমীন প্রমুখ অংশ নেন।
আজ সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন
আজ সোমবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জ-৩ (তৃতীয় তলা)-এ গণফোরামের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।