অন্তর্জাতিক ডেস্কঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৫০ জন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রবিবার আরও একজন বেড়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে নৃশংস ওই হামলার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছে না দ্বীপরাষ্ট্রটি। সিএনএন।
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানান, ৫০ তম লাশটি আল-নুর মসজিদ থেকেই উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি। লাশটির পরিচয়ও প্রকাশ করেন নি তিনি।
এদিকে, হামলায় আহতের সংখ্যাও বেড়ে ৫০ জনে উন্নীত হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৩৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় রয়েছে চার বছর বয়সী আলিন আলসাতি। তাকে অকল্যান্ডের স্টারশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুক নিয়ে হামলা চালায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্রারান্ট। হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
ব্রেন্টন একাই হামলা চালিয়েছিলো বলে জানিয়েছে কিউই পুলিশ। জড়িত সন্দেহ আটক অপর তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।