বিনোদন ডেস্কঃ
করোনা মহামারিতে অনেকেই বাইরের কাজ কমিয়ে দিয়ে বাসায় বেশি সময় কাটাচ্ছেন। এ সময়ে নিজেদের ফিট রাখতে জিমে ঝুঁকছেন অনেকে। শরীরের মেদ কমাতে প্রতিনিয়ত শরীর থেকে ঘাম ঝড়াচ্ছেন মডেল-অভিনেত্রীরা।
সম্প্রতি আলোচিত মডেল এভ্রিল ও লিন্ডার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে তাদের জিমের পোশাকে উত্তাপ ছড়াতে দেখা গেছে।
তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, আহাম ফ্যাশন হাউজের শুটিংয়ের জন্য তারা জিমের পোশাক পরেছেন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ও দীপের ক্যামেরার এর ফটোশুট করা হয়।
আহামের কর্ণধার জীবন জানান, আহাম ফ্যাশন হাউজে অন্যান্য পোশাকের পাশাপাশি জিমের পোশাকও পাওয়া যাচ্ছে। মানের দিক দিয়ে অনেক ভালো এসব পোশাক।’
লিন্ডা বলেন, ‘কিছুদিন আগে আহাম ফ্যাশন হাউজের জিমের পোশাকের ফটোশুট করি। অনেক চমৎকার পোশাকগুলো। আমি নিজেও নিয়মিত জিম করি। পোশাকগুলো পরে আমার কাছে আরামদায়ক মনে হয়েছে। বেশ ভালো লেগেছে।’