খেলাধূলা ডেস্কঃ
ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছিল টাইগাররা। আজ আয়ারল্যান্ডকে হারাতে পারলে ফাইনাল খেলার পথ সহজ হতো বাংলাদেশের। কিন্তু শুরুতেই বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। শেষে বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার ডাবলিনে সকাল থেকে কয়েক দফায় বৃষ্টি হয়। ফলে নির্ধারিত সময় বেলা সোয়া তিনটায় হয়নি টস। বৃষ্টির কারণে মাঠেও গড়ায়নি বল। আকাশ এখনও ঘন কালো মেঘে ঢাকা। মাঝে মধ্যে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে লাভ হয়েছে আয়ারল্যান্ডের। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় অর্ধেক পেয়েছে আইরিশরা।
২ ম্যাচে ১ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৬। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৫। আর আয়ারল্যান্ডের খাতায় যোগ হওয়েছে ২ পয়েন্ট।
এর আগে মঙ্গলবার বড় ব্যবধানে ওয়েস্টে ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৮ উইকেটে জেতে টাইগাররা। অপরদিকে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছে আয়ারল্যান্ড।