বিনোদন ডেস্ক:
মুক্তির চার বছর পর শনিবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে প্রদর্শিত হল ‘বাহুবলী-দ্য বিগিনিং’। ১৪৮ বছরের ইতিহাসে প্রথম নন-ইংলিশ ছবি হিসেবে যুক্তরাজ্যের অভিজাত থিয়েটারে দেখানো হল ভারতের দক্ষিনী সিনেমার নামী পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত এই সুপারহিট সিনেমা।
লন্ডন পৌঁছে সোশ্যাল মিডিয়ায় ছবির কলা-কুশলীদের সঙ্গে ছবি পোস্ট করে আগেই বার্তা দিয়েছিলেন পরিচালক। রাজামৌলি লিখেছিলেন, ‘লন্ডনে বাহুবলীর রয়্যাল রিইউনিয়ন। রয়্যাল অ্যালবার্ট হলে আজকের সন্ধ্যায় বাহুবলীর দেখার অভিজ্ঞতা সঞ্চয় করতে মুখিয়ে রয়েছি’।
রয়্যাল অ্যালবার্ট হলে ছবির স্ক্রিনিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ডে লাইভ অর্কেস্ট্রা পারফর্ম করেন ছবির মিউজিক ডিরেক্টর এমএম কীরাবানি এবং তার টিম।
মনে করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি সফল স্ক্রিনিংয়ের পর পরবর্তীতে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘বাহুবলী-দ্য কনক্লিউশন’ও স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করা হবে রয়্যাল অ্যালবার্ট হল কর্তৃপক্ষের তরফে।