আন্তর্জাতিক ডেস্কঃ
সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সংযুক্ত হলো ভারতের রাজস্থান প্রদেশের জয়পুরে অবস্থিত ‘পিংক সিটি’। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামানের দেশটির ১৭টি ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্রকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার ঘোষণার পরের দিনই বিশ্ব ঐতিহ্যের তালিকায় সংযুক্ত হলো ‘পিংক সিটি’। ইউনেস্কোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পিংক সিটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ার বিষয়ে নিজের করা একটি টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘সংস্কৃতি ও বীরত্বের শহর জয়পুর। এর মার্জিত, স্বতঃস্ফূর্ত ও আথিতেয়তা পর্যটকদের আকর্ষণ করে। এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় সংযুক্ত করার জন্য ইউনেস্কোকে ধন্যবাদ।’
উল্লেখ্য, জয়পুরের ‘পিংক সিটি’ এর ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য নিদর্শনের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বিভিন্ন দেশ থেকে অনেক বিখ্যাত পর্যটক বিভিন্ন সময় এখানে এসেছেন। ঘুরে গেছেন এখানকার আম্বার প্যালেস, জন্তর মন্তর, সিটি প্যালেস ও হাওয়া মহল থেকে।