তিতাস (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার তিতাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় পুত্রকে দুধ দিয়ে গোসল করালেন পিতা। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আকালিয়া বিজয়ী প্রার্থী মো. নূরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বিজয়ী চেয়ারম্যানকে ধান-দূর্বা, ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ ও রং খেলায় মেতে উঠেন গ্রামের প্রবীণ নারীরা।
জানা যায়, দ্বিতীয়ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিতাসের বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন, কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক তৃতীয় বার স্বর্ণ প্রদক প্রাপ্ত, উপজেলা স্বেচ্ছাসবকলীগের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. নূরনবী। প্রথম দিকে নির্বাচনী মাঠ তার অনুকূলে থাকলেও স্থানীয় রাজনৈতিক মত-বিরোধের কারণে তা ক্রমশ জটিল হতে থাকে। অবশেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন। নৌকা প্রতীকে মো. নূরনবী পেয়েছেন ৭হাজার ৩শ ৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. আতিকুর রহমান পেয়েছেন ৩হাজার ১৫ ভোট।
মো. নুরনবী বলেন, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমি বিগত সাড়ে পাঁচ বছর বলরামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর থেকে মানব সেবায় নিজকে নিয়োজিত রেখেছিলাম। এবার নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে ইউনিয়নের সবাই আমার সঙ্গে ছিলো এবং আমার জন্য দোয়া করেছে। আমি গ্রামের সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।