আন্তর্জাতীক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে থামছেই না ইতালিতে মৃত্যুমিছিল। দেশটিতে শুক্রবার আরও ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১ জনে দাঁড়ালো।
তবে আশার খবর দেশটিতে আক্রান্তের হার কমেছে। এখন পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭৫৮ জন।
বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়ার দিক দিয়ে দেশটির অবস্থান প্রথমে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছে ৫৫ হাজার ১৭০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজার। ইন্ডিপেনডেন্ট, জনস হপকিন্স ইউনিভার্সিটি।