ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে গুলিতে দুই পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালিতে অভিবাসীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৩। শুক্রবার বিকেলে ইতালির ত্রিয়তে প্রদেশের পুলিশ সদর দপ্তরে এ ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ সদস্য হলেন- পেয়ারলুইজি রুত্তা (৩৪) ও মাত্তেও দে মেনেগো (৩০)।

ঢাকাটাইমস এর ইতালি প্রতিনিধি জানায়, স্কুটার চুরির অভিযোগে রিপাবলিক ডোমিনিকার নাগরিক আলেজান্দ্র ওগুস্তো স্টেপন মেরান (২৯) ও তার ভাই ক্লারলেসে স্টেপন মেরান (৩২) কে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন টয়লেটে যাওয়ার অনুমতি চায়। পুলিশের অনুমতির পর সে কৌশলে এক পুলিশ অফিসারের বন্দুক নিয়ে এলাপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত ও ৩ জন আহত হয়। দুই ভাইকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ত্রিয়তে শহরে শোক পালন করা হচ্ছে। ইতালির রাষ্ট্রপতি সার্জেও মাত্তারেল্লা পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ প্রধানসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ল্যামার্জিস।

পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মানসিক রুগী এবং ছোট ভাই কার্লাইল একজন শুটার ছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

ইতালিতে গুলিতে দুই পুলিশ নিহত

আপডেট সময় ০৩:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:

ইতালিতে অভিবাসীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত, আহত ৩। শুক্রবার বিকেলে ইতালির ত্রিয়তে প্রদেশের পুলিশ সদর দপ্তরে এ ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ সদস্য হলেন- পেয়ারলুইজি রুত্তা (৩৪) ও মাত্তেও দে মেনেগো (৩০)।

ঢাকাটাইমস এর ইতালি প্রতিনিধি জানায়, স্কুটার চুরির অভিযোগে রিপাবলিক ডোমিনিকার নাগরিক আলেজান্দ্র ওগুস্তো স্টেপন মেরান (২৯) ও তার ভাই ক্লারলেসে স্টেপন মেরান (৩২) কে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন টয়লেটে যাওয়ার অনুমতি চায়। পুলিশের অনুমতির পর সে কৌশলে এক পুলিশ অফিসারের বন্দুক নিয়ে এলাপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত ও ৩ জন আহত হয়। দুই ভাইকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ত্রিয়তে শহরে শোক পালন করা হচ্ছে। ইতালির রাষ্ট্রপতি সার্জেও মাত্তারেল্লা পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ প্রধানসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ল্যামার্জিস।

পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মানসিক রুগী এবং ছোট ভাই কার্লাইল একজন শুটার ছিল।