ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের পরিবর্তন, জুম্মার দিনে কাজে আরব আমিরাত 

আন্তর্জাতিক ডেস্কঃ

ছুটির দিন পরিবর্তন করায় ইতিহাসে প্রথমবার জুম্মার দিনে কর্মময় দিন পার করলো সংযুক্ত আরব আমিরাত। এদিন দেশটির কর্মজীবীরা যেমন অফিস করেছেন ঠিক তেমনি স্কুলের শিক্ষার্থীরা গেছেন ক্লাসে। 

গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত ডিসেম্বরে সরকারি খাতে আকস্মিকভাবি সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা দেয়। শুক্রবার ছুটির দিন পরিবর্তন করে করা হয় শনিবার ও রবিবার। 

এই পরিবর্তনে দেশটির অনেকে অভিযোগ করেছেন। সেখানকার ব্যবসায়িক খাতও বিভক্ত হয়ে গেছে। অনেকে পশ্চিমা ধাচে ছুটির দিনে ধাবিত হচ্ছেন। আবার অনেক প্রাইভেট সেক্টর ব্যবসায় ছুটির দিন শুক্র ও শনিবারই আছে। 

দেশটিতে সাপ্তাহিক নামাজ পরার দিন সবসময়ই ছুটির দিন ছিল। ২০০৬ সাল পর্যন্ত দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন পালন হত বৃহস্পতি ও শুক্রবার। 

তবে ছুটির দিন পরিবর্তন করার পরও দেশটির মুসল্লিরা আজ আগের মত নামাজে এসেছে। মসজিদগুলো ছিল মুসল্লিতে পূর্ণ। তবে অনেকেই নামাজ শেষে অফিসে ফিরেছেন। 

হস্পিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ব্রিটন রাচেল কিং (২২) যিনি দুবাইয়ে ছয় মাস ধরে বসবাস করছেন। তিনি বলেন, আমি বরং শুক্রবার ছুটি নিতে চাই। 

তিনি আরো বলেন, এটা আমরা সবাই জানি এবং ভালবাসি শুক্রবার ছুটি কাটাতে এবং কিছু খোলা জায়গায় যেতে। এতে আমরা অন্য কিছু করতে পারি। তবে এখন তা শনিবার হতে চলেছে।

উপসাগরীয় অন্যান্য দেশগুলোর সঙ্গে আরব আমিরাতের বিশেষ করে সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে ক্রমবর্ধমান প্রতিযোগিতার লড়াই বেড়ে যাওয়ায় দেশটি সরিকারি খাতে সাপ্তাহিত ছুটির পরিবর্তন আনে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইউকেটাইমনিউজ   

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

ইতিহাসের পরিবর্তন, জুম্মার দিনে কাজে আরব আমিরাত 

আপডেট সময় ০২:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ছুটির দিন পরিবর্তন করায় ইতিহাসে প্রথমবার জুম্মার দিনে কর্মময় দিন পার করলো সংযুক্ত আরব আমিরাত। এদিন দেশটির কর্মজীবীরা যেমন অফিস করেছেন ঠিক তেমনি স্কুলের শিক্ষার্থীরা গেছেন ক্লাসে। 

গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত ডিসেম্বরে সরকারি খাতে আকস্মিকভাবি সাপ্তাহিক ছুটি পরিবর্তনের ঘোষণা দেয়। শুক্রবার ছুটির দিন পরিবর্তন করে করা হয় শনিবার ও রবিবার। 

এই পরিবর্তনে দেশটির অনেকে অভিযোগ করেছেন। সেখানকার ব্যবসায়িক খাতও বিভক্ত হয়ে গেছে। অনেকে পশ্চিমা ধাচে ছুটির দিনে ধাবিত হচ্ছেন। আবার অনেক প্রাইভেট সেক্টর ব্যবসায় ছুটির দিন শুক্র ও শনিবারই আছে। 

দেশটিতে সাপ্তাহিক নামাজ পরার দিন সবসময়ই ছুটির দিন ছিল। ২০০৬ সাল পর্যন্ত দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন পালন হত বৃহস্পতি ও শুক্রবার। 

তবে ছুটির দিন পরিবর্তন করার পরও দেশটির মুসল্লিরা আজ আগের মত নামাজে এসেছে। মসজিদগুলো ছিল মুসল্লিতে পূর্ণ। তবে অনেকেই নামাজ শেষে অফিসে ফিরেছেন। 

হস্পিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ব্রিটন রাচেল কিং (২২) যিনি দুবাইয়ে ছয় মাস ধরে বসবাস করছেন। তিনি বলেন, আমি বরং শুক্রবার ছুটি নিতে চাই। 

তিনি আরো বলেন, এটা আমরা সবাই জানি এবং ভালবাসি শুক্রবার ছুটি কাটাতে এবং কিছু খোলা জায়গায় যেতে। এতে আমরা অন্য কিছু করতে পারি। তবে এখন তা শনিবার হতে চলেছে।

উপসাগরীয় অন্যান্য দেশগুলোর সঙ্গে আরব আমিরাতের বিশেষ করে সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে ক্রমবর্ধমান প্রতিযোগিতার লড়াই বেড়ে যাওয়ায় দেশটি সরিকারি খাতে সাপ্তাহিত ছুটির পরিবর্তন আনে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইউকেটাইমনিউজ