আন্তর্জাতিক ডেস্কঃ
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১৬ জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ডুজারিক বলেন, আটককৃতদের মুক্ত করতে ইথিওপিয়ান সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ। আমি যতদূর জানি, এই স্টাফদের কেন আটক করা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, ‘আটককৃতরা সবাই ইথিওপিয়ার নাগরিক। আটকের পর জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা তাদের সঙ্গে দেখা করেছেন।’ এ বিষয়ে দেশটির সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।