অন্তর্জাতিক ডেস্কঃ
ভেঙে পড়লো একটি ইথিওপিয়ান সামরিক হেলিকপ্টার। এতে প্রাণ গেল ১৮ জনের৷ জানা গেছে, বৃহস্পতিবারে এই দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে থাকা ১৫ সেনা এবং তিন নাগরিক প্রত্যেকেই প্রাণ হারান।
দেশটির পূর্বাঞ্চলীয় শহর দিরে দাওয়া থেকে উড্ডয়ন করে বিশপ্থুতে ইথিওপিয়ান বিমান বাহিনীর সদরদফতরে যাওয়ার সময় মাঝপথে ওরমিয়া এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানায় সংবাদসংস্থা ফানা। বিশপ্থু দেশটির রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট এলাকা।
ঠিক কি কারণে এই হেলিকপ্টার ভেঙে পড়লো তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে৷ এ দুর্ঘটনায় যারা জীবন হারিয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন ওরমিয়ার উর্ধ্বতন কর্মকর্তা আদ্দিসু আরেগা।
উল্লেখ্য, ২০১৩ সালে এমনই এক দুর্ঘটনায় পড়ে একটি ইথিওপিয়ান সামরিক কার্গো প্লেন৷ মোগাদিসুতে সেটি ভেঙে পড়লে চার যাত্রী প্রাণ হারায়৷ সূত্র : রয়টার্স