বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইনস্টাগ্রামে বিকিনি পরার একটি ছবি পোস্ট করেছেন। ‘হট লুক’ এর ছবিটি সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ঝড় তুলেছে।
সদ্য মুক্তি পাওয়া ছবি ‘বিদ্রোহিনী’-তে আইপিএস অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন ভক্তদের। মার্চেই আসতে চলেছে ঋতুপর্ণার আরেকটি ছবি ‘পার্সেল’। পর পর এত কাজের মাঝে একটু রিফ্রেশমেন্টের জন্যই কি এই ফটোশুট? সুইমিং পুলের ধারে নীল বিকিনিতে উষ্ণতা ছড়িয়ে এ বার নেটাগরিকদের চর্চায় উঠে এলেন তিনি। খোলা চুল, পরনে বিকিনি আর স্বচ্ছ নীল স্রাগ…শরীরের বেশিরভাগ অংশই প্রায় উন্মুক্ত। ছবির নীচে অভিনেত্রীর ক্যাপশন ‘রিফ্রেশড ইন ব্লুস’!
ইনস্টাপেজ জুড়ে কমেন্টসের বন্যা। ইতিমধ্যেই প্রায় আঠারো হাজার লাইক। এই বয়েসেও এত লাস্যময়ী রূপে ঋতুপর্ণার এই ফটো প্রশংসিত হয়েছে নেট দুনিয়ায়।