অন্তর্জাতিক ডেস্কঃ
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এ বন্যায় ২১ জন আহত হয়েছে। রবিবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে শনিবারের ভারি বৃষ্টিপাতের ফলে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটস্থ সেন্টানির কাছে এই বন্যা দেখা দেয়।
বন্যায় অন্তত নয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত ও দুটি সেতু ধসে পড়েছে বলে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরোহো জানান।
বন্যায় অন্তত ৯ টি গ্রাম প্লাবিত হয়েছে বলে ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে।
সুতোপো আরো জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য যে দল পাঠানো হয়েছ। তারা বন্যাকবলিত অঞ্চলে এখনো পৌঁছাতে পারেনি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ১২০ জনের বেশি বাসিন্দা সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।