আন্তর্জাতিক ডেস্কঃ
প্রতিদ্বন্ধী দুটি গ্যাংয়ের মধ্যে বিরোধের জেরে ইন্দোনেশিয়ার পাপুয়ায় একটি কারওকে বারে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানির খবর দিয়েছে দেশটির পুলিশ।
মঙ্গলবার পাপুয়া প্রদেশের সরং শহরে এই ঘটনাকে নজিরবিহীন বলছেন পুলিশ কর্মকর্তারা। তাদের ভাষ্য, নিহতদের ওই বারে ফাঁদে ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এছাড়া একজনকে হত্যা করা হয়েছে ছুরিকাঘাতে।
রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে প্রতিবেশি দুটি দ্বীপের গ্যাংয়ের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ প্রায় নিয়মিত ঘটনা। তবে এর আগে কখনো এমন প্রাণহানির ঘটনা ঘটেনি।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের একজন মুখপাত্র ডেডি প্রাসেতেও বলেছেন, বারে আগুনের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় পার্শ্ববর্তী মালুকু দ্বীপের দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাং জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।