প্রবাস ডেস্ক রির্পোটঃ
ইন্দোনেশিয়ার আচেশ প্রদেশে ৬.৫ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জন হয়েছে। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এই কথা জানিয়েছে বিবিসি।
রিখটার স্কেলে ৬.৫ মাত্রার এই ভূমিকম্পে সুমাত্রা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের বহু ভবন ধসে পড়ে। হাজারো মানুষ ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে। আচেহ প্রদেশের সামরিক প্রধান গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বলেছেন, এখন পর্যন্ত আমরা ৯৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি। হাজারো মানুষ আহত হয়েছে এই দুর্ঘটনায়।
উল্লেখ্য, ২০০৪ সালে আচেহ প্রদেশের উপকূলবর্তী সাগরের তলদেশে ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে শুধুমাত্র ইন্দোনেশিয়াতে দেড় লক্ষ মানুষ নিহত হয়েছিল। বুধবারের ভূমিকম্পের পরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিবিসি।