অন্তর্জাতিক ডেস্কঃ
ইন্দোনেশিয়ায় নববর্ষের প্রাক্কালে ভয়াবহ ভূমিধসে অন্তত ৩২ জন মারা গেছে। সোমবার দেশটির কর্র্তৃপক্ষ একথা জানিয়েছে।

উদ্ধারকর্মীরা পশ্চিম জাভা প্রদেশে পাহাড়ের কাদার ভেতর থেকে লাশগুলো উদ্ধার করেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস ঘটে। এখনো একজন নিখোঁজ রয়েছে বলে খবরে বলা হয়েছে।
৩১ ডিসেম্বরের ওই প্রাকৃতিক দুর্যোগে আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধস ঘটে।