অন্তর্জাতিক ডেস্কঃ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। গুরুতর আহত হয়েছে ৬ শতাধিক। দেশটির সান্দা স্ট্রেইট উপকূলে শনিবার রাতে ভয়াবহ এই সুনামি আঘাত হানে। খবর ফক্স , ডেইলি মেইল।
সিএনএনের খবরে বলা হয়েছে, ভয়াবহ এই সুনামিতে ৪৩০টি বাড়ি ও ৯টি হোটেল ক্ষতিগ্রস্থ হয়েছে।
সুনামিতে চার শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। ছবি: সংগৃহীত।
সুনামিতে পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের থবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে সম্ভবত এ সুনামির উৎপত্তি হয়েছে।
বিএমকেজি আরো জানায়, কোন ভূমিকম্পের ফলে এটির সৃষ্টি হয়নি।
এর আগেও দেশটিতে চলতি বছরের সেপ্টেম্বরে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় সুলাওয়েসি দ্বীপ। এতে নিহত হয়েছিলেন প্রায় ২ হাজার মানুষ।