আর্ন্তজাতিকঃ
ইন্দোনেশিয়ায় একটি ম্যাচের কারখানায় আগুন ধরেছে। এতে এখন পর্যন্ত ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকালে উত্তর সুমাত্রার বিনজাই শহরে এ ঘটনা ঘটে।
ওই ম্যাচে কারখানার পাশে একটি বাড়ি ছিল। কারখানায় ৩০ জন শ্রমিক ছিল। এদের সবাই মারা গেছে বলে জানানো হচ্ছে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠতে। আগুনের পর মেঝেতে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া একটি লাশের ওপর আরেকটি স্তূপ করে রাখা হয়েছে।
উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।